শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে শান্ত থাকবো না : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

শান্তিপূর্ণ কর্মসূচি এবং জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে চাই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার যদি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়, তাহলে আমরাও শান্ত হয়ে থাকবো না।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়।

মির্জা আব্বাস বলেন, বর্তমানে দেশের মানুষের যে অবস্থা তা যদি সরকারের বোধগম্য হতো, তাহলে আর ক্ষমতায় থাকত না। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, মানুষের দুর্ভোগ আরো বাড়বে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে না।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের হত্যা-গুম করে বিভিন্নভাবে বিপদে ফেলে সরকার আবারো ক্ষমতায় থাকতে চায়। সুতরাং আন্দোলনে এই সরকারকে পতন না ঘটানো পর্যন্ত আমাদের টিকে থাকার আর কোনো পথ নেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh