বিশ্বে খাদ্যপণ্যের দাম দুই বছরের মধ্যে সর্বনিম্ন: এফএও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:১১ পিএম

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) লোগো। ছবি- সংগৃহীত

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) লোগো। ছবি- সংগৃহীত

বিশ্বে খাদ্যপণ্যের দাম দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দাঁড়িয়েছে। সংস্থাটির বৈশ্বিক খাদ্যমূল্যের আগস্ট মাসের সূচকে দাম কমার বিষয়টি উঠে এসেছে।

গতকাল শুক্রবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।  বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি বাণিজ্য হয়, এমন পণ্যদ্রব্যের দাম ওঠানামার ওপর নজর রাখে এফএও। 

এফএও জানায়, চাল ও চিনির দাম বাড়লেও আগের মাসে বেশিরভাগ খাদ্যপণ্যের দাম তুলনামূলক বেশ কমে যাওয়ায় সার্বিক মূল্যসূচক নিম্নমুখী রয়েছে। আগস্ট মাসের ১২১ দশমিক ৪ পয়েন্টের তুলনায় জুলাই মাসে খাদ্যমূল্যের সংশোধিত গড় সূচক ছিল ১২৪ দশমিক শূন্য পয়েন্ট। ২০২১ সালের পর থেকে আগস্টের এই পরিসংখ্যান সর্বনিম্ন। 

এফএও বলছে, ভারতের রপ্তানি বিধিনিষেধের পর চালের দাম ১৫ বছরের সর্বোচ্চ হওয়া সত্ত্বেও সামগ্রিক সূচকে দুগ্ধজাত পণ্য, উদ্ভিজ্জ তেল, মাংস ও খাদ্যশস্যের দাম কমে গেছে। কারণ, উত্তর গোলার্ধে গমের দাম কমেছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে শস্যের উৎপাদন বাড়ার কারণে গত সাত মাসে ভুট্টার দাম প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, বৈশ্বিক চালের মূল্যের সূচক মাসওয়ারি প্রায় ১০ শতাংশ বেড়েছে। কারণ, জুলাই মাসে ভারত ইন্ডিকা সাদা চালের রপ্তানি নিষিদ্ধ করে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh