কক্সবাজারে বাস তল্লাশি করে কোকেন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম

বিজিবির অভিযানে উদ্ধারকৃত কোকেন। ছবি: কক্সবাজার প্রতিনিধি

বিজিবির অভিযানে উদ্ধারকৃত কোকেন। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯২০ গ্রাম কোকেন উদ্ধার করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লে. কর্নেল সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে কক্সবাজারগামী বাসে তল্লাশি করে মাদকের একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে কক্সবাজার সদর উপজেলার বাস টার্মিনাল এলাকায় সন্দেহজনক বাসটি দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এসময় গাড়ীতে থাকা পাচারকারী কৌশলে পালিয়ে যায়।

পরে বাসটিতে পাচারকারীর ফেলে যাওয়া একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে পাওয়া যায় ৯২০ গ্রাম কোকেন। 

উদ্ধার করা কোকেন বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh