কৃষি মার্কেটে আগুন

ঋণ কীভাবে শোধ হবে জানেন না মনির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম

কৃষি মার্কেটের কাপড় ব্যবসায়ী মনির হোসেন। ছবি- সংগৃহীত

কৃষি মার্কেটের কাপড় ব্যবসায়ী মনির হোসেন। ছবি- সংগৃহীত

কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে  কাপড় ও বিছানার চাদরের দোকান 'মনির ক্লথিং স্টোর' দাঁড় করেছিলেন ৬০ বছর বয়সী মনির হোসেন।

১৯৯৭ সালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট চালু হওয়ার ছয় মাস পরেই সেখানে ব্যবসা শুরু করেন তিনি।  ২৬ বছরের দীর্ঘ পরিশ্রমের ফসল আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে লাগা আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে মনিরের দোকানের সব কাপড় পুড়ে গেছে।

ব্যাংক ও এনজিও থেকে তিনি ঋণ নিয়েছেন। এমন অবস্থায় তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। গণমাধ্যমকে মনির বলেন, আমার দোকানে ৬০-৭০ লাখ টাকার মালামাল ছিল। চোখের পলকে সব পুড়ে গেল।

তিনি জানান, নিজের পাঁচ সদস্যের পরিবার, ছেলের পরিবার ও কর্মচারীদের পরিবার এই দোকানের ওপর নির্ভরশীল। এখন আমি কীভাবে পরিবার চালাব? কীভাবে ঋণ শোধ করব?

মনির বলেন, প্রথমে মার্কেটের অন্য পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা ভেবেছিলাম এখানে আগুন আসবে না। তাই আমরা পণ্য বের করিনি। এখন আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে।

আজ ভোর ৩টা ৪৩ মিনিটে কৃষি মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট একযোগে কাজ করে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh