পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০২ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২০ পিএম

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ছবি: পাবনা প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ছবি: পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকে রাতের অন্ধকারে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুরিয়া ইউনিয়নের কালিকাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটর সাইকেল চালক সজীব হোসেন তালুকদার (২৫) ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার ইসমাইল তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সজীব দাশুড়িয়া থেকে মোটরসাইকেল যোগে পাবনা যাচ্ছিলেন। পথে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুরস্থ পাবনা সুগার মিল এলাকায় পৌঁছালে সেখানে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের পেছনে সজোরে আঘাত করে। স্থানীয়রা শব্দ পেয়ে দৌড়ে এসে সজীবকে মৃত দেখতে পান।

পাকশি হাইওয়ে পুলিশের এএস আই বিল্লাল হোসেন জানান, পাবনা সুগার মিল এলাকায় রাস্তার পাশে একাধিক খাবার হোটেল রয়েছে। ট্রাক চালকরা সেখানে গাড়ি থামিয়ে খাবার খান। রাতের অন্ধকারে দেখতে না পেয়ে সেই থামানো গাড়িকেই সজীব পিছন থেকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh