আমাজনে উড়োজাহাজ বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত। ছবি: সংগৃহীত

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত। ছবি: সংগৃহীত

ব্রাজিলের আমাজন রাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছে। বিমানটিতে ১২ জন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের বার্সেলস প্রদেশে গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) এঘটনা ঘটে। 

আমাজনের গভর্নর উইলসন লিমা এক্স পোস্টে লিখেছেন, শনিবার বার্সেলসে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১২ যাত্রী ও দুজন ক্রু নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।

এয়ারলাইন কোম্পানি ‘দ্য মানাউস অ্যারোট্যাক্সি’ বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

উড়োজাহাজটিতে যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমে তা বলা হয়েছে। তবে রয়টার্স এ তথ্য যাচাই করতে পারেনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh