নীলফামারীতে ভারতে পাচারের সময় ১৯ স্বর্ণের বার উদ্ধার

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২০ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম

পাচারের সময় উদ্ধার হওয়া স্বর্ণ। ছবি: নীলফামারী প্রতিনিধি

পাচারের সময় উদ্ধার হওয়া স্বর্ণ। ছবি: নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ভারতে পাচারের সময় ১৯টি স্বর্ণের বারসহ মোহাম্মদ জুয়েল (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল শোয়া ৯টার দিকে পঞ্চগড় জেলার সদর ঘাগড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিমের পরিচালনায় স্বর্ণসহ তাকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, ২৪ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।

আটককৃত চোরাকারবারি পঞ্চগড় জেলার মধুপুর এলাকার আফসার আলীর ছেলে।

৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য  প্রায় ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা।

এ ঘটনায় ঘাগড়া বর্ডার আউটপোস্ট বিওপি পঞ্চগড় থানায় একটি মামলা করে আসামি জুয়েলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh