মায়ামির বড় জয়, ইনজুরিতে মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০ পিএম

ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ছেন মেসি। অন্যদিকে দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে রবার্ট টেলর মায়ামির ব্যবধান দ্বিগুণ করেন। ছবি: ইন্টারনেট

ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ছেন মেসি। অন্যদিকে দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে রবার্ট টেলর মায়ামির ব্যবধান দ্বিগুণ করেন। ছবি: ইন্টারনেট

মেজর লিগ সকারে টরোন্টোর বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে ইনজুরিতে পড়ে প্রথমার্ধেই মাঠ ছাড়েন লিওনেল মেসি।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এফসি টরোন্টোর বিপক্ষে ইনজুরিতে পড়ে ৩৭ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। তবে ‘এলএমটেন’কে ছড়াই প্রথমার্ধের ইনজুরি সময়ে ফ্যারিয়াসের গোলে লিড নেয় মায়ামি।

দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে রবার্ট টেলর মায়ামির ব্যবধান দ্বিগুণ করেন। ৭৩ মিনিটে বেঞ্জামিন ক্রেমাশির গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ‘টাটা’ মার্টিনোর দল। ম্যাচে ৮৭ মিনিটে রবার্ট টেলর নিজের দ্বিতীয় গোল করলে ৪-০’র বড় জয় পায় ইন্টার মায়ামি।

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ খেলতে যাওয়া এবং ভ্রমণ ক্লান্তির কারণে মায়ামির হয়ে দুটি ম্যাচ খেলতে পারেননি মেসি। শেষ ম্যাচে আটলান্টার বিপক্ষে হেরে মেজর লিগ সকারের প্লে-অফ অনিশ্চিত হয়ে পড়েছিল মেসির দলের। আজ টরোন্টোর বিপক্ষে বড় জয় বাঁচিয়ে রাখলো মায়ামির প্লে-অফ স্বপ্ন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh