গাইবান্ধায় তিস্তা ব্রিজের সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম

গাইবান্ধা জেলার মানচিত্র

গাইবান্ধা জেলার মানচিত্র

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নির্মাণাধীন তিস্তা ব্রিজের সার্টার ভেঙে হাবিবুর রহমান (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিক হাবিবুর রহমান উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের মৃত লালু মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় নির্মাণাধীন তিস্তা ব্রিজে অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করছিলেন হাবিবুর রহমান। এসময় হঠাৎ করে ব্রিজের ওপর থেকে লোহা ও স্টিলের একটি সার্টার ভেঙে শ্রমিক হাবিবুরের উপরে পড়ে। এসময় তার সাথে থাকা অন্য দুই শ্রমিক প্রাণে বেঁচে গেলেও মাথাসহ শরীরে আঘাত পেয়ে গুরুত্বর আহত হন শ্রমিক হাবিবুর রহমান। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই হাবিবুর রহমানের মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh