গাইবান্ধায় ঝড়ের কবলে হেলিকপ্টার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৮ এএম

ঝড়ের কবলে পরা হেলিকপ্টারের জরুরি অবতরণ। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

ঝড়ের কবলে পরা হেলিকপ্টারের জরুরি অবতরণ। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় ঝড়ের কবলে পরা একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে আসা হেলিকপ্টারটি রংপুর যাওয়ার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একটি  ইটভাটার সামনে জরুরি অবতরণ করে বলে গেছে।

গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ী এলাকায় একটি  ইটভাটার সামনে অবতরণ করে হেলিকপ্টারটি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে হেলিকপ্টারটি গাইবান্ধা-সাদুল্লাপুর রাস্তার খোলাবাড়ী এলাকার একটি ইটভাটায় অবতরণ করে। এসময় গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল। তবে অবতরণের ২৫ মিনিট পরেই সেটি রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

হঠাৎ করে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে সেটি এক নজর দেখতে সেখানে  বিভিন্ন বয়সের নারী- পুরুষের ভিড় লক্ষ করা গেছে।

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলফিকার রহমান বলেন, আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টির কারণে রোগী বহন করা একটি এয়ার অ্যাম্বুলেন্স জরুরি ভিত্তিতে অবতরণ করে। সেটি ২৫ মিনিট পর আবার চলে যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh