খাগড়াছড়িতে বন্যপ্রাণী বিক্রির চেষ্টা, দুইজনকে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫২ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম

খাগড়াছড়ি জেলার ম্যাপ। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার ম্যাপ। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে বন্যপ্রাণী বিক্রির অপরাধে দুই বিক্রেতাকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে মানিকছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী। 

এ সময় তাদের কাছ থেকে হিল ময়না, বন মোরগ ও দুইটি টিয়া পাখি উদ্ধার করা হয়। মানিকছড়ি ডিসি পার্কে অবমুক্ত করা হয়েছে।

বন্যপ্রাণী বিক্রির অভিযোগে মো. হাসিব ও মো. রফিক মিয়াকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৬ ধারায় সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। 

মানিক উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী জানান, বাজারে অবাধে বন্যপ্রাণী বিক্রির খবর পেয়ে ভ্রমমাণ আদালতে অভিযান চালিয়ে বন্যপ্রাণী বিক্রেতাদের জরিমানা করা হয়েছে। পর উদ্ধারকৃত এসব বন্যপ্রাণীগুলো ‘মানিকছড়ি ডিসি পার্কে’ অবমুক্ত করা হয়। 

এ সময় খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগে প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh