চাঁদপুরে ৩ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ২

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম

স্বর্ণের বারসহ গ্রেপ্তারকৃত দুইজন। ছবি: চাঁদপুর প্রতিনিধি

স্বর্ণের বারসহ গ্রেপ্তারকৃত দুইজন। ছবি: চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ৩ কোটি ১৫ লাখ টাকা মূল্যের পৌনে চার কেজি স্বর্ণসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে তাদের গ্রেপ্তার করে চাঁদপুর মডেল থানা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন মডেল থানার উপ-পরিদর্শক মো. মামুনুর রশীদ।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চট্টগ্রামের কোতোয়ালি থানার যতীন্দ্র মোহন ধরের ছেলে বিকাশ ধর (প্রকাশ সুমন) (৪৩) এবং নেত্রকোণার কেন্দুয়া থানার মাখন চন্দ্ৰ ভৌমিকের ছেলে মনোরঞ্জন ভৌমিক (৩২)।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের আল-আমিন কলেজের সামনে চেকপোস্ট বসায় চাঁদপুর মডেল থানা পুলিশ। এসময় একটি যাত্রীবাহী সিএনজি সন্দেহজনক হলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। এরপর গ্রেপ্তারকৃত দুই আসামির কাছ থেকে ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতদের সাথে আরো কারা জড়িত সে বিষয়ে তদন্ত কাজ চলছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh