বন্দীদের সমর্থনে টুইট করায় সৌদি স্কুল ছাত্রীকে কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭ এএম

ক্রাউন প্রিন্স বিন সালমান। ছবি: সংগৃহীত

ক্রাউন প্রিন্স বিন সালমান। ছবি: সংগৃহীত

সৌদি আরব এক মাধ্যমিক স্কুল ছাত্রীকে ১৮ বছরের জেল এবং রাজনৈতিক বন্দীদের সমর্থনে টুইট পোস্ট করার জন্য ভ্রমণ নিষেধাজ্ঞার সাজা দিয়েছে।

এএলকিউএসটি নামে একটি অধিকার গোষ্ঠী জানিয়েছে সৌদি বিশেষায়িত ফৌজদারি আদালত গত আগস্ট মাসে ১৮ বছর বয়সী স্কুল ছাত্রী মানাল আল-গাফিরিকে সাজা দিয়েছে। গ্রেপ্তারের সময় তার বয়স ছিলো মাত্র ১৭ বছর।

এর আগেও সৌদি বিচার বিভাগ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ডি ফ্যাক্টো শাসনের অধীনে, সাইবার সক্রিয়তা এবং সরকারের সমালোচনা করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য বেশ কয়েকটি চরম কারাদণ্ড জারি করেছে। যারমধ্যে রয়েছে এক্স এবং ইউটিউবে মন্তব্যের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আল-গামদির বিরুদ্ধে সাম্প্রতিক মৃত্যুদণ্ড এবং গত বছর টুইটের বিষয়ে লিডস ইউনিভার্সিটির ডক্টরেট প্রার্থী সালমা আল-শেহাবের ৩৪ বছরের কারাদণ্ড।

গত বুধবার ফক্স নিউজের সাথে একটি সাক্ষাৎকারের সময় ক্রাউন প্রিন্স বিন সালমান ঘামদির সাজা নিশ্চিত করেছেন। 

বিন সালমান অবশ্য বলেন, আমরা এতে খুশি নই। আমরা এতে লজ্জিত। কিন্তু আপনাকে আইন মেনে চলতে হবে, এবং আমি একজন বিচারককে তা করতে এবং আইনকে উপেক্ষা করতে বলতে পারি না, কারণ আইনের শাসনের বিরুদ্ধে কেউ গেলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh