নাইজার থেকে রাষ্ট্রদূতসহ সেনা প্রত্যাহারের ঘোষণা ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭ এএম

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: ইন্টারনেট

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: ইন্টারনেট

নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে, নাইজারের সামরিক নেতারা। তারা এটিকে তাদের সার্বভৌমত্বের বিজয় হিসেবে দেখছেন। খবর এএফপির

রবিবার (২৪ সেপ্টেম্বর) একটি বেসরকারি ফরাসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানান, আগামী কয়েক ঘণ্টার মধ্যে নাইজার থেকে রাষ্ট্রদূতসহ কূটনীতিকদের প্রত্যাহার করবে তার দেশ। তাদের ফ্রান্সে ফিরিয়ে নেয়া হবে। কিন্তু এটি কোন প্রক্রিয়ায় এবং কীভাবে করা হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ম্যাক্রোঁ।

তিনি বলেন, সামরিক সহযোগিতা শেষ। আগামী কয়েক মাসের ভেতর অর্থাৎ এ বছরের শেষ নাগাদ সকল ফরাসি সেনাও প্রত্যাহার করা হবে নাইজার থেকে।

এ ঘোষণার পর নাইজারের সামরিক সরকার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে একটি তাৎক্ষণিক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আজ একটি ঐতিহাসিক দিন। আমরা নাইজারের সার্বভৌমত্বের দিকে আরও একধাপ এগিয়ে গেলাম।

এর আগে, চলতি বছরের ২৬ জুলাই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh