নেত্রকোণায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৫ পিএম

আদালতে বিএনপি নেতা চাঁদ। ছবি: নেত্রকোণা প্রতিনিধি

আদালতে বিএনপি নেতা চাঁদ। ছবি: নেত্রকোণা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নেত্রকোণায় দায়ের হওয়া ৪টি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে চাঁদকে হাজির করলে আদালতের অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম কামাল হোসাইন তার জামিন নামঞ্জুর করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মহিদুর রহমান তালুকদার লিটন বলেন, দায়ের করা ৪টি মামলায় শোণ এরেস্ট দেখিয়ে আজ আদালতে আসামি আবু সাঈদকে হাজির করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

এর আগে ২২ ও ২৩ মে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা যুবলীগ নেতা সিদ্ধার্থ শংকর পাল বাবু, আওয়ামী লীগ নেতা রেজাউল হাফিজ রেশিম নেত্রকোণা আদালতে পৃথক ৪টি মামলা দায়ের করেন। তখন আদালত অভিযোগুলো আমলে নিয়ে নেত্রকোণা মডেল থানার ওসিকে মামলা আকারে গ্রহণ করার আদেশ দেয়।

মামলায় বলা হয়, গত ১৯ মে প্রকাশ্য জনসভায় শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রধানমন্ত্রীর জন্য মানহানিকর, কুরুচিপূর্ণ, বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্যে হুমকি। এ ধরণের হুমকি দেওয়ায় বাদীরা সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে আসামি রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আইনে মামলা রুজু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh