ব্র্যাক বিশ্ববিদ্যালয় ‘দেশসেরা’ তথ্যটি সঠিক নয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮ এএম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাকিং-২০২৪ এ ৮০১- ১০০০ এর মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

তালিকা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ‘দেশসেরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়’ কিংবা ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে শীর্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়’-এমন খবর প্রচার হয়। তবে এ দাবিটি বিভ্রান্তিকর বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশ।

ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে তালিকা প্রস্তুত করায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম ৮০১-১০০০ এর মধ্যে শীর্ষে এসেছে বলে প্রতিষ্ঠানটির এক অনুসন্ধানে জানা গেছে।

রিউমার স্ক্যানার টাইমস হায়ার এডুকেশনের বরাত দিয়ে জানিয়েছে, ৮০১-১০০০ এর মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর নাম ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে রয়েছে এবং তাদের সকলের স্কোরও একই। কিন্তু বর্ণ ক্রমানুসারে ব্র্যাক ইউনিভার্সিটির নাম আগে থাকায় এটিকে বাংলাদেশের মধ্যে প্রথম স্থানে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ব্র্যাক ইউনিভার্সিটি প্রথম হয়েছে- দাবি করে প্রচার করা হচ্ছে, যা সঠিক নয়।

সম্প্রতি প্রকাশিত এ তালিকায় দেশের মোট ৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। অনান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো-  ১০০১ থেকে ১২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়া ১২০১ থেকে ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh