আগামী বছর মাধ্যমিক বিদ্যালয়ে যেভাবে ভর্তি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ১০:৩৮ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ১০:৪৫ এএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের (২০২৪) জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে পড়ুয়াদের ভর্তিতে এই নিয়ম কার্যকর হবে।

গতকাল সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে মাউশি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান ডিজিটাল লটারির প্রক্রিয়ায় অংশ নেবে না, সেসব প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

এর আগে শুধুমাত্র প্রথম শ্রেণিতে লটারিতে শিক্ষার্থী ভর্তি করানো হতো। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে একই প্রক্রিয়ায় ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh