সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৩১ পিএম

সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিল আইসিসি। ছবি: সংগৃহীত

সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিল আইসিসি। ছবি: সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। রীতি অনুযায়ী আজ বুধবার (৪ অক্টোবর) ‘ক্যাপ্টেনস ডে’তে দল নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন ১০ অধিনায়ক। ভুলটা হয় কথা বলার সময়ই। সাকিব আল হাসান যখন কথা বলেছেন, তখন তার নামের পাশে বাংলাদেশের অধিনায়কের জায়গায় দেখা যায় পাকিস্তান অধিনায়ক।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে এরই মধ্যে বিষয়টি নিয়ে বেশ শোরগোল হচ্ছে। ধারণা করা হচ্ছে, ব্রডকাস্ট টিমের কোনো ভুলের কারণে এমনটা হতে পারে। 

১০ দলের অধিনায়ককে নিয়ে ‘ক্যাপ্টেনস ডে’ হয়েছে উদ্বোধনী ম্যাচের ভেন্যু আহমেদাবাদে।

আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে আগামী ৭ অক্টোবর। ধর্মশালায় হবে এই ম্যাচটি। এর মধ্যে দুইটি প্রস্তুতি ম্যাচের ভেন্যু গুয়াহটি থেকে গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) ধর্মশালায় এসে পোঁছেছে বাংলাদেশ দল।

উল্লেখ্য, দল ধর্মশালায় গেলেও ক্যাপ্টেনস ডে অনুষ্ঠেনের জন্য সাকিব গিয়েছিলেন আহমেদাবাদে। আহমেদাবাদ থেকে আজ তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh