বিশ্ব শিক্ষক দিবস

এমপিওভুক্ত শিক্ষকরা যে ঘোষণা শুনতে চান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০১:০৩ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি: সাম্প্রতিক দেশকাল

শিক্ষা মন্ত্রণালয়। ছবি: সাম্প্রতিক দেশকাল

শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ নানা অপূর্ণতার মধ্যে প্রথমবারের মতো বড় পরিসরে বিশ্ব শিক্ষক দিবস পালন করছে সরকার। ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস-২৩’ এর প্রতিপাদ্য বিষয় ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’।

দিবসেটি পালন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং দুই মন্ত্রণালয়ের সচিবরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিশ্ব শিক্ষক দিবসে এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, ৪৫ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ইএফটিতে বেতন এবং বদলি ব্যবস্থার ঘোষণা চান শিক্ষকরা।

চাকরি জাতীয়করণের দাবিতে মাধ্যমিকের শিক্ষকরা আন্দোলন করে আসছেন দীর্ঘ দিন। এমপিওভুক্ত শিক্ষকগণ মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার ০০০ টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। তাছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেলের একধাপ নিচে প্রদান করা হয় এবং সহকারি প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান না করার ফলে উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারি প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রধানদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বছরের পর বছর উপজেলা থেকে শুরু করে জেলা ও বিভাগীয় শহরে সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতীকি অনশন, অবস্থান ধর্মঘট, কর্মবিরতিসহ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট বারবার স্মারকলিপি দিয়েছেন তারা। শিক্ষকদের দাবি বাস্তবায়নে দুইটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। শিক্ষকরা আশা করছেন দ্রুতই তাদের দাবি পূরণ হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh