গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের আজকের অনুষ্ঠানসূচি

সিনিয়র রিপোর্টার

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৩:৩৫ পিএম

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। ফাইল ছবি

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। ফাইল ছবি

দ্বাদশ গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) প্রতিদিনের মতো মঞ্চস্থ হবে তিনটি নাটক। আজ উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়।

উন্মুক্ত মঞ্চ:

শিশু সংগঠন সৃষ্টিশীল ললিতকলা একাডেমি পরিবেশনা করবে, দলীয় সঙ্গীত পরিবেশন করবে

সংস্কৃতি মঞ্চ ও সুরতাল সঙ্গীত একাডেমি, দলীয় আবৃত্তি পরিবেশন করবে ঢাকা স্বরকল্পন ও শব্দাঙ্গান, দলীয় নৃত্য পরিবেশন করবে স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, পথনাটক পরিবেশন করবে বৃত্ত নাট্যদল।

জাতীয় নাট্যশালা মিলনায়তন:

প্রাচ্যনাট প্রযোজনা অচলায়তন

রচনা: রবীন্দ্রনাথ ঠাকুর, নির্দেশনা: আজাদ আবুল কালাম

 এক্সপেরিমেন্টাল থিয়েটার হল:

আজকের প্রজন্ম (ভারত) প্রযোজনা- অধরা মাধুরী

রচনা: ইন্দ্রনীল দে, নির্দেশনা: সায়ন বিশ্বাস

স্টুডিও থিয়েটার হল:

নাটনন্দন প্রযোজনা- বিষ পবনের গীত

রচনা ও নির্দেশনা: আসমা আখতার লিজা

বাংলাদেশ মহিলা সমিতি:

বাগেরহাট থিয়েটার ও ফরিদপুর থিয়েটার প্রযোজনা রাজা গিলগামেশ

রচনা: তুষার রায়, নির্দেশনা: শামীম আহমেদ

জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন:

মঙ্গলবার মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রযোজনা আবৃত্তি কথামানবী ও বহ্নিশিখার প্রযোজনা গীতিআলেখ্য হেই সামালো।

এই উৎসব চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh