গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের আজকের অনুষ্ঠানসূচি

সিনিয়র রিপোর্টার

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০২:০০ পিএম

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। ফাইল ছবি

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। ফাইল ছবি

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে বুধবার (১১ অক্টোবর) উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়। এছাড়া তিনটি মঞ্চ নাটক মঞ্চস্থ হবে। উৎসবের আজকের অনুষ্ঠানসূচি।

উন্মুক্ত মঞ্চ 

শিশু সংগঠন মুল ফৌজ (মিরপুর-৬) পরিবেশন করবে, দলীয় সঙ্গীত পরিবেশন করবে সুরবাণী ও দৃষ্টি, দলীয় আবৃত্তি পরিবেশন করবে নান্দনিক শিল্পালয় ও পিদিম থিয়েটার, দলীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যতরী ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যপালা, পথনাটক পরিবেশন করবে নাট্যপালা।

জাতীয় নাট্যশালা মিলনায়তন:
প্রাঙ্গণেমোর প্রযোজনা- ঈর্ষা
রচনা: সৈয়দ শামসুল হক
নির্দেশনা: অনন্ত হিরা

এক্সপেরিমেন্টাল থিয়েটার হল:
ঢাকা থিয়েটার প্রযোজনা-
পঞ্চনারী আখ্যান
রচনা: হারুন রশীদ
নির্দেশনা: শহীদুজ্জামান সেলিম

স্টুডিও থিয়েটার হল:
থিয়েটার প্রযোজনা- নিখাই
রচনা ও নির্দেশনা: গাজী রাকায়েত

বাংলাদেশ মহিলা সমিতি: 
চন্দ্রকলা প্রযোজনা- তামাশা
রচনা ও নির্দেশনা: এইচ আর অনিক

জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন:

ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রযোজনা- ফকির আলমগীরের কণ্ঠের গান ভয় নেই কোন ভয়-জয় বাংলার জয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের প্রযোজনা- গীতিনৃত্যাভিনয় পরশ নদীর বাঁকে। 

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের প্রচার উপ-পরিষদ সদস্য সচিব তারেক আলী মিলন এ তথ্য জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh