তেলের বৈশ্বিক চাহিদার পূর্বাভাস অপরিবর্তিত রাখল ওপেক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৮:৫৪ পিএম

২০২৪ সালে তেলের চাহিদা প্রতিদিন ২ দশমিক ২৫ মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পাবে। ছবি- সংগৃহীত

২০২৪ সালে তেলের চাহিদা প্রতিদিন ২ দশমিক ২৫ মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পাবে। ছবি- সংগৃহীত

গত মাসে দেওয়া পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। সংগঠনটি বলেছে, ২০২৪ সালে বিশ্বে তেলের চাহিদা আরও বাড়বে।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ওপেকের মাসিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের ২ দশমিক ৪৪ মিলিয়ন ব্যারেল বৃদ্ধির তুলনায় ২০২৪ সালে বিশ্বে তেলের চাহিদা প্রতিদিন ২ দশমিক ২৫ মিলিয়ন ব্যারেল (বিপিডি) বৃদ্ধি পাবে।

চীনে লকডাউন তুলে নেওয়ার ফলে ২০২৩ সালে তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তাই ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির মতো অন্যান্য পূর্বাভাসকারীদের তুলনায় আগামী বছরের জন্য বেশি চাহিদা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ওপেক।

প্রতিবেদনে ওপেক বলেছে, ২০২৪ সালে চীনের পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি তেলের ব্যবহার আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh