ফিলিস্তিনে যুদ্ধবিরতির আহ্বান জানালেন মালালা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০৫:০৮ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩, ০৫:০৯ পিএম

মালালা ইউসুফজাই। ছবি- সংগৃহীত

মালালা ইউসুফজাই। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মানবাধিকারকর্মী ও শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। 

গত মঙ্গলবার রাতে মালালা ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, চলমান এই সংঘর্ষের ঘটনায় গত কয়েক দিনের দুঃখজনক খবরগুলো পড়তে গিয়ে বারবার আমার ফিলিস্তিনি ও ইসরায়েলি শিশুদের কথা মনে পড়ছিল।

সন্ত্রাসবাদের সাক্ষী হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে মালালা বলেন, যুদ্ধ কখনোই শিশুদের রেহাই দেয় না। এমনকি ইসরায়েলে যারা নিজ বাড়ি থেকে অপহৃত হয়েছেন, কিংবা গাজায় যারা বিমান হামলা থেকে বাঁচতে লুকিয়ে আছেন, তারা খাবার ও পানির চরম সংকটে আছেন। তিনি বলেন, পবিত্র ভূমিতে শান্তি ও ন্যায়বিচারপ্রত্যাশী সব শিশু ও মানুষের জন্য আমি শোকাহত।

হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাতের শুরু হয় ৭ অক্টোবর। ওই দিন ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস। মাত্র ২০ মিনিটে ৫ হাজারের মতো রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দেয় সংগঠনটি। 

এরই মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষে ২ হাজার ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। 

সূত্র- ডন

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh