দেহব্যবসা বন্ধে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০৪:৪৭ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩, ০৪:৪৯ পিএম

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে এলাকাবাসী। ছবি: জামালপুর প্রতিনিধি

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে এলাকাবাসী। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কেন্দুয়া কালিবাড়ী বাজারের পশ্চিম পাশে দেহব্যবসা বন্ধে একটি পরিবারকে অন্যত্র সরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে জামালপুর-সরিষাবাড়ী রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দেহব্যবসায়ী পরিবারকে প্রশ্রয় দাতাদের বিচারের দাবি জানানো হয়।

এলাকাবাসী জানান, ওই এলাকার ভিক্ষুক রবিজল গংদের দখলকৃত জমি জোর পূর্বক দখল করে দেহব্যবসায়ী একটি পরিবারকে। সেই পরিবার প্রায় ৫ বছর ধরে সেখানে বসবাস করে আসছেন। বসবাসকারী ঘরেই দেহব্যবসা পরিচালনা করে আসছেন। গত ১২ অক্টোবর রাতে দেহ ব্যবসা পরিচালনার সময় সেই ঘর থেকে আপত্তিকর অবস্থায় তিনজনকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যথাযথ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

ওই ঘটনার চারদিন পর স্থানীয় এলাকাবাসী সেই পরিবারকে ওই এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মিলনসহ অনেকেই। 

কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল বলেন, আপত্তিকর অবস্থায় আটকের পর পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যান। এলাকার সম্মান রক্ষায় এলাকাবাসী মানববন্ধন করেছে এবং আমি তাদের অন্যত্র সরে যেতে বলেছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh