প্রোটিয়াদের হারিয়ে ইতিহাস গড়ল ডাচরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ১১:৫০ পিএম

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল নেদারল্যান্ডস। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল নেদারল্যান্ডস। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল ডাচরা।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে ধর্মশালায় নেদারল্যান্ডসের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত দিনে নেদারল্যান্ডসের দেওয়া ২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ফলে ৩৮ রানের জয়ের সাথে বিশ্বকাপে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে নেদারল্যান্ডস। 

বৃষ্টির কারণে ৪৩ ওভার করে পায় দুই দল। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণ সামলে ৮ উইকেটে ২৪৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করায় নেদারল্যান্ডস। জবাবে ৪২.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২০৭ রানে থামে প্রোটিয়ারা।

টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ২৭ ওভারে ১১২ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসেছিল ডাচরা। সেখান থেকে তারা দাঁড় করালো ২৪৫ রানের পুঁজি, ৪৩ ওভারেই!

নেদারল্যান্ডসকে এই বড় রান এনে দেওয়ার কারিগর অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৬৯ বলে ১০ চার আর ১ ছক্কায় ৭৮ রানের হার না মানা এক ইনিংস খেলেন তিনি।

এছাড়া শেষদিকে রয়্যালফ ফন ডার মারউই ১৯ বলে ২৯ আর আরিয়ান দত্ত ৯ বলেই ৩ ছক্কায় খেলেন অপরাজিত ২৩ রানের ইনিংস।

২৪৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দেখে-শুনে করেছিলেন টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। আগের দুই ম্যাচে টানা সেঞ্চুরি করা ডিক কক আজ দ্রুতই ফিরেছেন। অবশ্য শুরুটা ভালোই করেছিলেন এই ওপেনার। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না। ২২ বলে করেছেন ২০ রান।

ডি কক ফেরার পর বাভুমাও টিকতে পারেননি। ফন ডার মারউইয়ের লেন্থ ডেলিভারীতে লাইন মিস করে বোল্ড হয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে প্রোটিয়া অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৩১ বলে ১৬ রান।

এরপর এইডেন মার্করাম-রাসি ফন ডার ডুসেনরাও সুবিধা করতে পারেননি। দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরেছেন এই দুই ইনফর্ম ব্যাটার। তাতে দলীয় অর্ধশতক পূরণের আগেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা।

দলকে এমন অবস্থা থেকে টেনে তোলার চেষ্টা করেন ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। তবে ২৮ রান করে ক্লাসেন ফিরলে ভাঙে ৪৫ রানের পঞ্চম উইকেট জুটি। এরপর মিলারকে যোগ্য সঙ্গ দিতে পারেননি মার্কো জানসেন। এই অলরাউন্ডার ৯ রান করে ফিরেছেন। 

বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনেও এক প্রান্তে সাবলীল ছিলেন মিলার। তবে ৩১তম ওভারে এই ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ডাচরা। ফল ভেকের বলে বোল্ড হওয়ার আগে ৫২ বলে ৪৩ রান। এরপর জেরাল্ড কোয়েটজে চেষ্টা করেছেন। তবে তার ২২ রানের ইনিংস কেবলই ব্যবধান কমিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh