সরকারকে বেশি বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দিলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৫:২৮ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩, ০৫:৩১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

পুলিশ-আদালত নিয়ে সরকার অহংকারের মধ্যে আছে। অহংকার চিরদিন টিকে থাকে না। বেশি বাড়াবাড়ি করবেন না। গায়েবি মামলা দিয়ে আটক করার প্রক্রিয়া কোনো কাজে আসবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেলে সরকারের পদত্যাগের একদফা দাবিতে নয়াপল্টনে বিএনপি আয়োজিত জনসমাবেশ তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের পদত্যাগের দাবিতে অনেক সমাবেশ করেছি। আর দেখেছি সমাবেশের আগে নেতাকর্মীদের আটক করা হয়। এতেও সমাবেশে বন্ধ করতে পারেনি। 

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া এক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তার কথাই প্রমাণ করে শাপলা চত্বরে সেদিন হত্যাকাণ্ড হয়েছিল।

বিএনপির এই নেতা আরও বলেন, সামনে যে কর্মসূচি আসবে তা সবার ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh