সাকিবের খেলা নিয়ে যা বললেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৮:০৫ পিএম

চণ্ডিকা হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত

চণ্ডিকা হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

এ ম্যাচের ওপর অনেকাংশে নির্ভর করছে টাইগারদের বিশ্বকাপ ভাগ্য। হারলে শেষ চারে উঠার রাস্তা বেশ কঠিন হয়ে যাবে সাকিবদের।

তবে এ ম্যাচের আগে টাইগার টিম ম্যানেজমেন্টের অন্যতম চিন্তার কারণ সাকিব আল হাসানের ইনজুরি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ বুধবার (১৮ অক্টোবর) শেষ সময়ের জন্য অনুশীলন করেছে টাইগাররা। এদিনও সাকিবের খেলা নিয়ে শঙ্কা কাটেনি। আর সাকিব খেলবেন কিনা, তা-ও এখনও নিশ্চিত না। ম্যাচের দিন সকালে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার সংবাদ সম্মেলনে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে বলেন, সাকিবের অবস্থা ভালো। গতকাল ব্যাটিং সেশন হয়েছে। ভালো রানিং বিটুইন দ্য উইকেট। তাকে স্ক্যান করাতে নেওয়া হয়েছে, এখনও রেজাল্ট পাইনি। এখন সে ঠিক আছে। বোলিং আজকে দেখবো। কাল সকালে সিদ্ধান্ত নেবো।

উল্লেখ্য, এদিকে গণমাধ্যমের খবর, স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচের আগে স্ক্যান করাতে দ্বিতীয়বারের মতো সাকিবকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিউজিল্যান্ড ম্যাচে মাংসপেশীতে চোট পেয়েছিলেন এ অলরাউন্ডার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh