এশিয়াডে স্বর্ণজয়ী চীনা টেনিস তারকার কোচ বাংলাদেশি

তারিক আল বান্না

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ১০:৩২ এএম

ঝেং কিনের সঙ্গে কোচ আক্তার হোসেন। ছবি: সংগৃহীত

ঝেং কিনের সঙ্গে কোচ আক্তার হোসেন। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের স্বর্ণজয়ী ক্রীড়াবিদের কোচ বাংলাদেশি। সদ্যসমাপ্ত হাংজু এশিয়ান গেমসে নারী টেনিস এককের চ্যাম্পিয়ন ঝেং কিন ওয়েনের বাল্যগুরু বাংলাদেশি কোচ আক্তার হোসেন। বেইজিংয়ে আক্তারের কাছে ২০১৩-১৮ সাল পর্যন্ত টেনিস দীক্ষা নিয়েছিলেন ঝেং কিন। বেইজিংয়ে টেনিসের বেসিক শিক্ষা দেন আক্তার। বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা টেনিস, কিন্তু বাংলাদেশে এই খেলার তেমন প্রচার-প্রসার নেই, নেই ভালো পৃষ্ঠপোষকতা। ফলে বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ে পুরুষ ও নারী বিভাগে প্রথম ছয়শর মধ্যে নেই বাংলাদেশের কোনো খেলোয়াড়। অথচ বাংলাদেশেরই কোচ চীনে দাপটের সঙ্গে কাজ করছেন। ঝেং কিনের মতো বৈশ্বিক তারকা তৈরি করেছেন।

কোচ আক্তার এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার এক সময়ের শিষ্য এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছে। এর চেয়ে খুশি বা প্রাপ্তি বাংলাদেশের একজন কোচের আর কী হতে পারে?’ ঝেং কিন এশিয়ান গেমসের নারী এককের সেরা হওয়ার আগে উইম্বলডনের সেমিফাইনালও খেলেছেন। বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ে বর্তমানে ২৩ নম্বরে রয়েছেন তিনি। এমন একজন টেনিস তারকা বাংলাদেশি কোচের দীক্ষা নিলেন কীভাবে? আক্তার বলেন, ‘বেইজিংয়ে আমি একটা ক্লাবে কোচিং করাতাম সেখানে ঝেং কিন টেনিস শিখেছে। সে সাড়ে ১১ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত আমার তত্ত্বাবধানে ছিল।’ 

বেইজিংয়ে আক্তার যে ক্লাবে কাজ করতেন সেখানে ছিলেন বিশ্বের সাবেক এক নম্বর নারী খেলোয়াড় জাস্টিন হেনিনের কোচ কার্লোস রদ্রিগেজ। তিনিই ঝেং কিনকে আক্তারের অধীনে দিয়েছিলেন। চীনের গুয়াংজু, সাংহাই, বেইজিংসহ আরও কয়েকটি প্রদেশে ৩০ জনের কাছাকাছি বাংলাদেশি টেনিস কোচ রয়েছেন। এই কোচদের মধ্যে বিকেএসপির সাবেক শিক্ষার্থী আক্তার নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন। আক্তার বলেন, ‘চীনে আমরা সম্মানী যেমন পাই, সম্মানও পাই যথেষ্ট। সেখানে আমাদের মেধার যেমন কদর তেমনি পরিশ্রমেরও দাম যথেষ্ট।’

বিকেএসপির প্রথম নারী ব্যাচের শিক্ষার্থী রুমা কয়েকবার বাংলাদেশের জাতীয় টেনিস চ্যাম্পিয়ন। তিনি এখন চীনের সাংহাইয়ে বেশ সুনামের সঙ্গেই কোচিং করাচ্ছেন। ২০০৫ সালে বিকেএসপির সাবেক শিক্ষার্থী মুরাদ, আক্তার ও মিজান চীনে কোচিং করাতে আসেন। এতকিছুর পরও টেনিসে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। বলা যায়, বিশ্ব টেনিসে বাংলাদেশের কোনো নামগন্ধই নেই। বাংলাদেশ তো দক্ষিণ এশিয়ান গেমসেই পদক পায় না, এশিয়ান গেমস, অলিম্পিক বা গ্র্যান্ডস্লাম আসর তো স্বপ্নেও দেখার উপায় নেই। এসবের দিকে লক্ষ্য রাখতে হবে বাংলাদেশ টেনিস ফেডারেশনকে। আক্তারের মতো কোচদের কৃতিত্ব নজরে আনা দরকার ফেডারেশনের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh