লেবাননের দুই গ্রামে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ১১:৫৭ এএম

কাফর শুবা ও ওদাইসসে ইসরায়েলের হামলা। ছবি: আল আরাবিয়া নিউজ

কাফর শুবা ও ওদাইসসে ইসরায়েলের হামলা। ছবি: আল আরাবিয়া নিউজ

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) লেবাননের দক্ষিণে অবস্থিত দুটি গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের আল মায়াদিন টেলিভিশনের খবরে বলা হয়েছে, গ্রাম দুইটি ইসরায়েল সীমান্ত সংলগ্ন। এ সময় ইসরায়েলের মিসাইল কাফর শুবা ও ওদাইসসে হামলাআঘাত হানে বলেও জানিয়েছে টিভি চ্যানেলটি। 

তবে এ হামলায় এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি। ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধেও হামলা চালিয়ে আসছে ইসরায়েল। 

এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, তারা লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জান্যনি তারা।

অন্যদিকে হিজবুল্লাহ বলছে, তারা গতকাল বুধবার ইসরায়েল-লেবানন সীমান্তে ইসরায়েলি মিলিটারি পোস্টে হামলা পরিচালনা করেছে। হামাসের মতো হিজবুল্লাহকেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের সহযোগীরা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। 

সূত্র : বিবিসি, আল আরাবিয়া নিউজ 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh