মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ১২:৫৪ পিএম

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার তুলে দিচ্ছেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার তুলে দিচ্ছেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে  চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন।

গতকাল বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ জেলা শিশু একাডেমী আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এ বিদ্যালয় থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতে নেয়।

জানা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান ঝুমুর প্রথম স্থান, রাফিমা আক্তার দ্বিতীয় স্থান এবং নাইমুর রহমান সজিব তৃতীয় স্থান অর্জন করেন।


এসময় তাদের হাতে প্রধান অতিথি হিসাবে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা পুলিশ প্রধান আজিম উল আহসান, ঝিনাইদহ পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল প্রমুখ।

বক্তারা বলেন, মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় একটি বিশেষায়িত বিদ্যালয়। যেখানে অটিস্টিক শিশুরা তাদের মেধা বিকাশের সুযোগ পাচ্ছে। এখন অটিস্টিক শিশুরা সংসারের আর বোঝা নয়। তারা নিজস্ব যোগ্যতায় দেশের সম্পদে পরিণত হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh