শক্তিধর ও কালো মহিষগুলি

আবু আফজাল সালেহ

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০২:৪৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঘোলা-জলে কিছু কালো মহিষ স্নান করছে
বিভিন্ন বয়সের
পুরুষ ও নারী মহিষের সমন্বয়।
পাতায় ভরা, সান্দ্র জলে
স্বাস্থ্যবান কিন্তু অতি নম্র মহিষ।

দুধের গন্ধ, বয়সহীন গতি, নিরীহ
নীরবতা এবং বিচ্ছিন্নতা
বাতাসের সঙ্গেও লড়াই করছে না
শুধু ডুব দেয়, শুধুই মুখ উঁচিয়ে দেখে চারদিক।

বিপুল শক্তি কোথায় হারালো এরা!
মহিষের কী বয়স কম-বেশি হয়?
মানে বয়স কম-বেশি হলেও
মহিষের রাগ-ক্ষোভ একই থাকে?

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh