দেবীর বিসর্জনে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০৭:১৭ পিএম

 দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছেন, গেলেনও ঘোড়ায় চড়ে। ছবি- সংগৃহীত

দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছেন, গেলেনও ঘোড়ায় চড়ে। ছবি- সংগৃহীত

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শেষদিনে কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বুড়িগঙ্গার বীণাস্মৃতি স্নানঘাটে প্রতিমা বিসর্জন দেয় ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটি। এর মাধ্যমে দেবীকে বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিভিন্ন ঘাটে রাত ৮টা পর্যন্ত রাজধানীর ২৪৬টি মণ্ডপের প্রতিমা একে একে বিসর্জন দেওয়া হবে বলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় বলেন, মহিষাসুর বধ করার মধ্য দিয়ে আজ বিজয়ী হয়েছেন দুর্গা মা। সে কারণেই আজ আমাদের আনন্দের দিন, আমরা উৎসব করি। জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষ সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাই।

পঞ্জিকা মতে, দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়ায়) চড়ে এসেছেন, গেলেনও ঘোটকে চড়ে। দেবীর এমন গমন-আগমনে সামাজিক, রাজনৈতিক ও সাংসারিক ক্ষেত্রে অস্থিরতার ইংগিত দেয়। রাজনৈতিক উত্থান-পতন, সামাজিক স্তরে বিশৃঙ্খলা, অরাজকতা, গৃহযুদ্ধ, দুর্ঘটনা, অপমৃত্যু বাড়ে।

ধর্মদাস চট্টোপাধ্যায় বলেন, এটা ভালো নয়। অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইবে। তবে শুভ শক্তির কাছে এই অশুভ শক্তি কখনো পেরে ওঠেনি।

এ বিসর্জনকে কেন্দ্র কোনো ধরনের বিশৃঙ্খলা বা দুর্ঘটনা যাতে না ঘটে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের কমিশনারের উপ-কমিশনান জাফর হোসেন বলেন, প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি নৌ-পুলিশ ও র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh