ধারণ করা হল বঙ্গবন্ধু টানেলের থিম সং

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০৮:৫০ পিএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩, ০৯:০৭ পিএম

বঙ্গবন্ধু টানেলের থিম সং ধারণের একটি দৃশ্য। ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু টানেলের থিম সং ধারণের একটি দৃশ্য। ছবি- সংগৃহীত

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল নিয়ে থিম সং ধারণ করা হয়েছে।

‘বাংলার মুকুটে যোগ হলো আরো এক রঙিন পালক’ শীর্ষক গানটি আগামী ২৬ অক্টোবর থেকে বিটিভিতে প্রচার করা হবে বলে জানিয়েছেন সুরকার শাহরিয়ার খালেদ।

বিটিভির জন্য বঙ্গবন্ধু টানেল নিয়ে থিম সংটি রচনা করেছেন ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’ ও ‘এই মুখরিত জীবনের চলার বাঁকে’সহ কালজয়ী গানের গীতিকার ড. আবদুল্লাহ আল মামুন।

গানটির সুরকার শিল্পী শাহরিয়ার খালেদ গণমাধ্যমকে বলেন, ইতিমধ্যে গানটির ধারণ ও চিত্রায়ন সম্পন্ন হয়েছে। গানটিতে কন্ঠ দিতে অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছেন শিল্পী ড. আবদুল্লাহ আল মামুন। গানটি প্রযোজনা করেছেন বিটিভির নির্বাহী প্রযোজক ইলন সফির।

এই গানে আরও কন্ঠ দিয়েছেন শিল্পী শাহরিয়ার খালেদ, অনুপমা মুক্তি, ডা. শর্মিলা বড়ুয়া, সাব্বির জামান ও গৌরি দাশ।

আগামী ২৮ অক্টোবর দেশের অন্যতম বৃহৎ এই প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh