২৮ অক্টোবরের সমাবেশ-মহাসমাবেশ ঘিরে গুজব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১১:৫২ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩, ১২:৩৪ পিএম

দু’দলের নামে ছড়িয়েছে গুজব।

দু’দলের নামে ছড়িয়েছে গুজব।

শনিবার (২৮ অক্টোবর) ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে চলছে চাপা উত্তেজনা। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এরই মধ্যে দু’দলের নামে ছড়িয়েছে গুজব।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দুটি কার্ডে দেখা গেছে- বিএনপির প্যাড এডিট করে লেখা হয়েছে, ২৮ অক্টোবরের সমাবেশে আগত নেতা-কর্মীদের গুলশানের আমেরিকান দূতাবাসের পাশের মাঠে অবস্থান করতে হবে। আর আওয়ামী লীগের প্যাড এডিট করে লেখা হয়েছে, শনিবার চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধনের কারণে ঢাকার সমাবেশ স্থগিত করা হয়েছে।  তবে দুই দলের শীর্ষ নেতারা বলছেন, এগুলো গুজব। এর কোনো সত্যতা নেই। 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, মিথ্যাচার, গুজব, অপপ্রচার যাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার তারাই এ বিভ্রান্তি ছড়াচ্ছে। আগামীকাল শনিবার যথাসময়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হবে। 

এ সময় নেতাকর্মীদের দলে দলে যোগ দেওয়ারও আহ্বান জানান বিপ্লব বড়ুয়া।

এদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা, গুজব। বিএনপি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকারি দল ও পুলিশ বাহিনী মিলে বিএনপির নামে গুজব ছড়াচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh