শনিবার বাস চলবে কি না জানাল মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১১:৪৭ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির লোগো। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির লোগো। ছবি- সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির ওপর আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ আজ শুক্রবার (২৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এ কথা বলেছেন।

তিনি আরও জানিয়েছেন, আগামীকাল রাজধানীতে বাস চলাচল বন্ধের কোনো নির্দেশনা দেয়নি পরিবহন মালিক সমিতি।

ময়মনসিংহ থেকে ইতিমধ্যে মধ্যে বাস চলাচল বন্ধ আছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তাদের সিদ্ধান্ত। আমরা তাদের এ বিষয়ে কোনো নির্দেশ দেইনি।

আগামীকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে সমাবেশ করবে বিএনপি। একইদিনে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এর আগে বিভিন্ন সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশের আগে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। যদিও, সরকারের কর্তাব্যক্তিরা বারবার বলেছেন যে এ বিষয়ে তারা কিছু জানেন না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh