জলবায়ু বিজ্ঞানী ড. সালিমুল হকের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সিনিয়র রিপোর্টার

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০২:২৬ পিএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩, ০৩:৪৭ পিএম

জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। ফাইল ছবি

জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। ফাইল ছবি

আন্তর্জাতিক জলবায়ু বিজ্ঞানী এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ড. সালিমুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি।

আজ রবিবার (২৯ অক্টোবর) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ড. সালিমুল হক বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একজন অগ্রদূত ছিলেন। তার মৃত্যুতে এই লড়াইয়ে অপূরণীয় ক্ষতি হলো।

প্রতিমন্ত্রী মরহুম ড. সালিমুল হকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. সালিমুল হক আজ রবিবার (২৯ অক্টোবর) ভোরে গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। ড. সালিমুল হক বিশ্বের শীর্ষ জলবায়ুবিশেষজ্ঞদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি ২০২১ সালে বিশ্বের প্রভাবশালী সহস্র জলবায়ু বিজ্ঞানীদের তালিকায় স্থান লাভ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh