বিজ্ঞানী ড. সলিমুল হকের মৃত্যুতে বাপা’র শোক

সিনিয়র রিপোর্টার

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৯:১৪ পিএম

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) লোগো। ছবি- সংগৃহীত

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) লোগো। ছবি- সংগৃহীত

বিশিষ্ট জলবায়ু বিষয়ক বিজ্ঞানী ড. সলিমুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। 

শোক বার্তায় বাপা নেতৃবৃন্দ বলেছে, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাপা’র অন্যতম শুভাকাঙ্খী বিশিষ্ট  জলবায়ু বিষয়ক বিজ্ঞানী ড. সলিমুল হক গত ২৮ অক্টোবর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি-রজিউন)। তার এই মৃত্যুতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র নির্বাহী পরিষদ, জাতীয় পরিষদ, সাধারণ পরিষদ এবং বাপা জেলা শাখা’র পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

ড. সলিমুল হক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভলপমেন্ট’র সিনিয়র ফেলো এবং বাংলাদেশ সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২২ সালে বিজ্ঞান সাময়িকী ন্যাচার্সের বিশ্বের ১০ জন বিজ্ঞানীর মধ্যে একজন নির্বাচিত হন।                                              

বাপা জানায়, ড. সলিমুল হক বাপা ও বেনের বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেছেন। দেশের পরিবেশ সংরক্ষণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তার যোগ্যতা, কাজের কৌশল, পরিবেশ সংশ্লিষ্ট বক্তব্য ও দিকনির্দেশনা বাপা শ্রদ্ধাভরে স্মরণ করবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh