আ.লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১০:২২ এএম

আওয়ামী লীগের দলীয় পতাকা। ফাইল ছবি

আওয়ামী লীগের দলীয় পতাকা। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানকে চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খানকে সদস্য সচিব করে দলটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন দিয়েছেন।

উপকমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- আবুল হাসান মাহমুদ আলী, আ হ ম মুস্তফা কামাল, আবুল কালাম আজাদ, এম এ মান্নান, মো. আব্দুস শহীদ, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবের হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. আব্দুল ওদুদ, কাজী নাবিল আহমেদ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আহমেদ ফিরোজ কবির, রুমানা আলী, হাফিজ আহমদ মজুমদার, শ্রী বীরেন শিকদার, মোরশেদ আলম, মনজুর হোসেন, আদিবা আনজুম মিতা, এস এম সাইফুল্লাহ আল মামুন, ড. কানিজ আকলিমা সুলতানা, ফাওজিয়া হক, এস এম জাহাঙ্গীর হোসেন, আতাউর রহমান প্রধান, মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী, মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী, এরিক মোরশেদ, এডভোকেট নাভানা আক্তার, আরশাদ জামাল দিপু, শেখ সেলিম রেজা, মোস্তাফিজুর রহমান নীলু, চৌধুরী ইয়ামিন আনাম, মো. ফয়েজ উল্লাহ, মো. শফি উদ্দিন, তসলিম উদ্দিন রানা, এম সদরুল আহমেদ খান, জাফরুল শাহরিয়ার জুয়েল, মো. আব্দুস সালাম খান, এস এম জাহাঙ্গীর আলম (বুলবুল), মোহাম্মদ নুরুল আমিন ফকির সাগর, মো. মিনহাজ উদ্দিন (সোহাগ), মো. রাকিবুল হক, এম হক বাবু, এম এম কামরুজ্জামান কাফী, মো. সাজ্জাদুল আলম শাহীন, নাসির উদ্দিন জর্জ, রাজিন দাশ রাহুল, মো. নাজমুল ইসলাম তুহিন, রিয়াজুল আহসান খান রিয়াজ, মোহা. তারিক-উল-ইসলাম টুটুল, সাজ্জাদুল হাসান সাজ্জাদ, তানভীর আহমেদ, গাজী আলিম আল রাজী, মো. সাইফুল ইসলাম লিটন, সৈয়দা ফৌজিয়া হোসেন, মোহাম্মদ জিল্লুর রহমান, সাদেকা হাসান সেঁজুতি, বুশরা করিম নাদিয়া, জোবায়দা হক অজন্তা, ফয়সল আহমদ চৌধুরী, মো. সুলতান মাহমুদ, রফিকুল ইসলাম লিটন, মোহাম্মদ আনিসুজ্জামান ইমন, সৈয়দ সাব্বির হোসেন, ড. মো. আশিকুর রহমান বিপ্লব, হাসীব আলম তালুকদার, মো. আকতার হোছাইন (মিন্টু), মো. সাইফুল ইসলাম (শিপলু), সাবিনা আখতার শিউলি, মোহাম্মদ জিহাদুল ইসলাম, অনিল চাকমা, জান্নাতুন নুর তানিয়া, দেওয়ান  রাজু আহমদ, মো. মিজানুর রহমান, খোরশেদুল আলম ইমতিয়াজ, মুহাম্মদ মুনীর উদ্দীন চৌধুরী, মো. বেলায়েত হোসেন সাগর ও তানজিলা আক্তার আইরিন।

এছাড়া ২৪ বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh