সরিষাবাড়ীতে যুবঋণের চেক বিতরণ ও আলোচনা সভা

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম

প্রশিক্ষিত যুবদের মধ্যে যুবঋণের চেক বিতরণ। ছবি: জামালপুর প্রতিনিধি

প্রশিক্ষিত যুবদের মধ্যে যুবঋণের চেক বিতরণ। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ‘স্মার্ট  যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’—শীর্ষক স্লোগানে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার (১ নভেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবদের মধ্যে যুবঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মানিক, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, কবি, প্রাবন্ধিক ও যুব সংগঠক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।


যুব সংগঠন দৃষ্টিবাংলার নির্বাহী পরিচালক বাদশা ভূঁইয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আলোচনা শেষে প্রশিক্ষিত যুব একজনকে ৫০ হাজার ও পাঁচজনকে ৪০ হাজার টাকা করে ঋণের চেক প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh