ঈশ্বরদী স্টেশনে বোমা সদৃশ বস্তু

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম

ঈশ্বরদী জংশন স্টেশন। ফাইল ছবি

ঈশ্বরদী জংশন স্টেশন। ফাইল ছবি

পাবনার ঈশ্বরদী জংশন স্টেশন এলাকায় একটি বোমা সদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। গত রাতে বস্তুটি দেখার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে রেলওয়ে পুলিশ। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুনুজ্জামান রুমেল জানান, ঈশ্বরদী জংশন স্টেশনের ইয়ার্ডে দুই নাম্বার প্লাটফর্মে দাঁড় করিয়ে রাখা নতুন কোচের নিচে লাল টেপ পেঁচানো একটি বোমা সদৃশ বস্তু দেখতে পায় স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত দশটার দিকে বিষয়টি জানার পর ঘটনাস্থল রেলওয়ে পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে। ঘটনাটি খতিয়ে দেখতে রাজশাহী র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। 

র‌্যাব ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুনুজ্জামান রুমেল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh