বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম

মহাসড়কে পুলিশের মহড়া। ছবি: গাজীপুর প্রতিনিধি

মহাসড়কে পুলিশের মহড়া। ছবি: গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলনে নেমেছে। ঘটনাস্থলে পুলিশ বিজিবি, আনসার বাহিনী, ডিবি পুলিশ- গ্যাস ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ শনিবার (৪ নভেম্বর) আবারো বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে শ্রমিকরা। শ্রমিকরা ফ্যাক্টরির সামনে অবস্থান নিলে, স্থানীয় নেতাকর্মীরা বাধা সৃষ্টি করে, শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশ প্রশাসনের উপর হামলা চালায়। শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার জন্য মহাসড়ক অবরোধে অক্ষম হয়। দীর্ঘ সময় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে শ্রমিকরা আন্দোলন ছেড়ে পালাতে বাধ্য হয়।

মিরাজুল ইসলাম সদর সার্কেল পিপিএম জানান, শনিবার সকাল থেকে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেওয়ায় পুলিশের উপর বৃষ্টির মতো ইট ছুড়ে। আহত হয়েছেন তিন পুলিশ সদস্যসহ একজন মহিলা গার্মেন্টকর্মী। এ বিষয়ে আটক করা হয় ৯ জনকে।

আহত মহিলার নাম রাশিদা খাতুন। তিনি এসএম নীটওয়্যারলস এ অপারেটর।

দীর্ঘ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে পুলিশ, বিজিবি, আনসার বাহিনী, ডিবি পুলিশসহ গাজীপুর জেলা প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক আনতে সক্ষম হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh