জয় বাংলা শ্লোগান দিয়েই যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১১:৩৮ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৩, ১২:১৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রণাঙ্গনে জয় বাংলা শ্লোগান দিয়েই পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা।

আজ শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর বিজয় সরণীতে নবনির্মিত জয় বাংলা ম্যুরাল উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রেখেই সামনে এগিয়ে যেতে হবে।

শেখ হাসিনা বলেন, ক্ষমতায় থেকে ১৫ বছরে দেশকে বদলে যাওয়া বাংলাদেশে রূপান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh