পোশাকশ্রমিকদের ওপর বলপ্রয়োগের নিন্দা অ্যামনেস্টির

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১২:১৬ পিএম

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোগো। ফাইল ছবি

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোগো। ফাইল ছবি

বাংলাদেশে ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ওপর বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টের একটি পোস্টে এ বিবৃতি দেয়া হয়।

বিবৃতিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত দুই পোশাকশ্রমিক নিহতের কথা উল্লেখ করে এসব ঘটনার তদন্ত ও দোষীদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানায় সংস্থাটি। এছাড়া শ্রমিকদের ওপর সহিংস দমন-পীড়নের অভিযোগ তুলে তা বন্ধের আহ্বানও জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সরকার গত ৭ নভেম্বর শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করেছে। এই নতুন মজুরি এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্সের হিসাব করা মজুরির (প্রায় ৫১ হাজার টাকা) অনেক নিচে। এছাড়াও এটি বাংলাদেশ ইনস্টিটিউট ফর লেবার স্টাডিজের মৌলিক খরচ মেটানোর চাহিদারও (৩৩ হাজার টাকা) নিচে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh