নৌকায় আগুন লেগে কাশ্মীরে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম

কাশ্মীরের ডাল লেক। ছবি: সংগৃহীত

কাশ্মীরের ডাল লেক। ছবি: সংগৃহীত

কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে একটি হাইজবোটে আগুন লেগে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া হাউসবোটগুলো থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি পর্যটকও রয়েছেন। তারা সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন। 

পুলিশ আরও জানায়, শনিবার সকালে হাইজবোটে দুর্ঘটনা ঘটলে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। ফলে আরও কিছু হাউজবোট পুড়ে যায়। সব মিলিয়ে পাঁচটি হাউজবোট পুড়েছে। আরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে কী কারণে আগুন লেগেছে তার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh