শীত ও গ্রীষ্মের ছুটি বাতিল ঢাবিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৫:২২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

শীত ও গ্রীষ্মকালীন ৯ দিনের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। হঠাৎ এমন সিদ্ধান্তে নারাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সিদ্ধান্ত শিক্ষার্থীবান্ধব নয় বলে দাবি তাদের। আবার ছুটি বাতিলের বিষয়টি ‘রাজনৈতিক বিবেচনায় সিদ্ধান্ত’ বলেও মনে করছেন অনেকে।

আজ রবিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটি বাতিলের ঘোষণা দেওয়া হয়। এ বিজ্ঞপ্তি জারির পরই ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোনো কারণ ছাড়া ছুটি বাতিল অযৌক্তিক বলছেন অধিকাংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।

কেউ কেউ দাবি করছেন, বছরজুড়ে পড়াশোনার চাপের মধ্যে ছুটি বাতিলের এ নোটিশ শিক্ষার্থীদের সঙ্গে জুলুম। এর ফলে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ বাড়বে এবং পড়াশোনা বিমুখের সম্ভাবনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের পূর্বনির্ধারিত শীতকালীন ছুটি থেকে ১০-১৩ ডিসেম্বর পর্যন্ত ৪দিন এবং ২০২৪ সালের পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি থেকে ২৬-৩০ মে পর্যন্ত ৫দিন ছুটি বাতিল করা হয়েছে।

একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, সেমিস্টার পদ্ধতিতে পাঠ্যক্রম চলমান থাকায় ৬ মাসে পরীক্ষাসহ পাঠদান শেষ করেন শিক্ষকরা। তবে করোনাকালীন গ্যাপ দূর করতে ৬ মাসের সেমিস্টার ৪ মাসে শেষ করছে প্রশাসন। এতে শিক্ষার্থীদের সেশনজট কমলেও মানসিক চাপ বেড়েছে। স্বল্প সময়ে অধিক সিলেবাস শেষ করায় নিয়মিত ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ত থাকতে হয় শিক্ষার্থীদের। ফলে সরকারি ছুটি ব্যতীত খুব একটা বিরতি পায়নি শিক্ষার্থীরা।

নতুন করে শীত ও গ্রীষ্মকালীন ছুটি বাতিলের ফলে মানসিক চাপ আরও বাড়বে বলে মনে করছেন তারা। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh