খোলা বাজারে দাম কমেছে ডলারের

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম

ডলার। ছবি: সংগৃহীত

ডলার। ছবি: সংগৃহীত

সারাদেশে খোলা বাজারে কমেছে ডলারের দাম। গত বৃহস্পতিবার ১২৭ টাকায় লেনদেন হওয়া ডলার গত রবিবার (১২ নভেম্বর) লেনদেন হয় ১২৬ টাকায়।

বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যবসায়ী বা মানি চেঞ্জাররা বলছেন, সরবরাহ বৃদ্ধি ও চাহিদা কমে যাওয়ার কারণে খোলা বাজারে কমেছে ডলারের দাম।

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ কে এম ইসমাইল হক জানান, রবিবার সন্ধ্যায় ডলারের দাম ১২৩ টাকায় নেমে এসেছিল। দাম আরও কমতে পারে বলে কয়েকটি সূত্রে জানা গেছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh