যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সুয়েলা ব্রেভারম্যান বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৫:১১ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ০৫:১৫ পিএম

মুসলিম ও অভিবাসীদের নিয়ে একাধিক সময় বিতর্কিত মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন সুয়েলা ব্রেভারম্যান। ছবি: সংগৃহীত

মুসলিম ও অভিবাসীদের নিয়ে একাধিক সময় বিতর্কিত মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন সুয়েলা ব্রেভারম্যান। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে স্থানীয় সময় আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছে।

শুরু থেকেই ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের সমালোচনা করে আসছেন ব্রেভারম্যান। সম্প্রতি তিনি একটি নিবন্ধ লিখেছেন যাতে তিনি অভিযোগ করেছেন, ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের প্রতি মেট্রোপলিটন পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে।

এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে সুনাক সরকারের গুরুত্বপূর্ণ পদ হারাতে হলো তাঁকে।

এর আগেও মুসলিম ও অভিবাসীদের নিয়ে একাধিক সময় বিতর্কিত মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন ব্রেভারম্যান। একজন কট্টর অভিবাসীবিরোধী হিসেবে তিনি পরিচিতি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে ব্রেভারম্যানকে বরখাস্ত করলেও তাঁর স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা জানাননি।

আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি সুনাক সরকারে ব্রেভারম্যানের স্থলাভিষিক্ত হতে পারেন।  

এ ছাড়া ডাউনিং স্ট্রিটে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ধারণা করা হচ্ছে, তিনি সুনাক সরকারে যুক্ত হতে যাচ্ছেন। আর তা হলে, যুক্তরাজ্যের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন ক্যামেরন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh