বিশ্ববাজারে আবারও স্বর্ণের দরপতন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০৫:০০ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ১২:২২ পিএম

স্বর্ণের বার। ছবি: সংগৃহীত

স্বর্ণের বার। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দরপতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান বেড়েছে। পাশপাশি দেশটির ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম কমেছে।

ইয়াহু ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়, গত কিছুদিন ধরে বিশ্ববাজারে দফায় দফায় কমছে স্বর্ণের দর। একপর্যায়ে যা ৩ সপ্তাহের সর্বনিম্নে নেমে যায়। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার দীর্ঘমেয়াদে উচ্চ রাখতে পারে। 

এই আভাসে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণ হারিয়েছে বুলিয়ন। পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৪৪ ডলার ৭১ সেন্টে। 

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের আগামী ডিসেম্বরের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৪৮ ডলার ২৫ সেন্টে। আলোচিত দিনের শেষ ভাগে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। 

ধারণা করা হচ্ছে, গত অক্টোবরে মূল্যস্ফীতি কিছুটা নিম্নমুখী হবে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে না। ফলে সুদের হার বাড়িয়ে যেতে পারে ফেড। এই প্রেক্ষাপটে চাপে পড়েছে স্বর্ণের বাজার। তবে আগামী দিনে ঘুরে দাঁড়াতে পারে এই মার্কেট।

উল্লেখ্য, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান। এখনও ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক মন্দার আশঙ্কাও আছে। এমনটি হলে মূল্যবান ধাতুটির দর সামনে ঊর্ধ্বমুখী হতে পারে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh