কালিয়াকৈরে কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ১২:৪১ পিএম

ফায়ার সার্ভিসের গাড়ি। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের গাড়ি। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে সাফওয়ান ফুয়েল লিমিটেড নামে একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। স্থানীয় থানাপুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহায়তা করে স্থানীয়রা। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার করণ ও  ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসসহ ৬‌টি ইউনিট প্রায় ২ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh