ইসরায়েলি হামলা পর গাজায় ঢুকল প্রথম জ্বালানি ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ১০:৩০ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ১০:৩১ এএম

 জ্বালানি ট্যাংকার। ছবি: সংগৃহীত

জ্বালানি ট্যাংকার। ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর প্রথমবারের মতো সেখানে জ্বালানি সরবরাহ করেছে একটি ট্যাংকার। জাতিসংঘের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, তারা মিশরের রাফাহ ক্রসিং দিয়ে ২৩ হাজার লিটার (৫,০৬০ গ্যালন) জ্বালানি সরবরাহ পেয়েছেন।

তিনি বলেন, ইসরায়েল কর্তৃপক্ষ গাজায় ত্রাণপরিবহনের জন্য এই জ্বালানির ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করেছে এবং হাসপাতালের বিদ্যুৎ কিংবা ওয়াটার পাম্পগুলোর জন্যও কেউ জ্বালানি ব্যবহার করতে পারছে না।

সব জ্বালানি সরবরাহই আটকে দিচ্ছে ইসরায়েল। তারা বলছে, হামাস এই জ্বালানি চুরি করে সামরিক কাজে তা ব্যবহার করতে পারে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান বলেছে, যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে তারা জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে দিতে রাজি হয়েছে।_বিবিসি


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh